মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনায় জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর রুহুল আমীনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটরিয়ামে অনুষ্টিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিন।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-কুষ্টিয়া অঞ্চল জামায়াতে ইসলামীর পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য মনোয়ার হোসেন, ড. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলা আমীর তাজ উদ্দীন খাঁন। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে নতুন চক্রান্ত চলছে। রাজনীতিতে নানান খেলা চলছে। অনেকে আওয়ামী অপশক্তির সাথে রং-রস আর আপোষের কথা বলছেন, অথচ এখনো শহীদের মায়েদের চোখের পানি শুকায়নি, রক্ত শুকায়নি। রাজনৈতিক অঙ্গণে বিশ্বাস ঘাতকতার ধ্বনিও শোনা যাচ্ছে। তিনি
চক্রান্ত রুখে দিতে দেশপ্রেমিক জনগন, সেনাবাহিনী এবং ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশ গঠনে নতুন রাষ্ট্র বিনির্মানে আমাদের সহযোগীতা করতে হবে। বর্তমান সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ফুলকোর্ট আদালত বসিয়ে, আনসার কান্ড ঘটিয়ে, সাম্প্রদায়িক হানাহানির অপচেষ্টা করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদিরা।
শেখ হাসিনার কড়া সমালোচনা করে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আরও বলেন, তিনি বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.