মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
করেছেন স্থানীয় জনতাও ছাত্র-ছাত্রীরা। ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। সোমবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে আটকে রেখে তারা এ বিক্ষোভ চালান।
বিক্ষোভকারীদের অভিযোগ, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা স্টেশন ছাড়াই যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। এতে করে ঝিনাইদহ, মেহেরপুরসহ আশেপাশের জেলার যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত হবেন।
বিক্ষোভে অংশ নেয়া সাকিব আল হাসান বলেন, ‘আমরা এই রুট পরিবর্তন হতে দেব না। যদি আমাদের দাবি না মানা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটির আগমনের সময় যাত্রীরা ১০ মিনিট ধরে ট্রেনটি আটকে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিক্ষোভকারীরা ট্রেনটি ছাড়ার জন্য রাজি হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.