মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ৮ নারী ফেরিওয়ালাকে স্থানীয় একটি সংস্থা নিরাপদ খাবার গাড়ি প্রদান করেছে। তারা ফেরি করে খাদ্যপণ্য বিক্রি করবে।
শনিবার সকাল১০ টায় চুয়াডাঙ্গার সদর উপজেলা চত্বর থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা রিসো
এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। আটজন নারী খাবার বিক্রেতার হাতে ৮টি গাড়ি তুলে দেওয়া হয়। ভ্যানগাড়ির মতো হওয়ায় সহজেই গাড়িগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যাবে। গাড়িতে কাচ দিয়ে ঘেরা স্থানে খাদ্যদ্রব্য। বিক্রেতা হাত ধুয়ে ক্রেতার হাতে তুলে দেবেন খাদ্যপণ্য। খাদ্য নিরাপদ রাখার সব আয়োজন আছে বিশেষ এই গাড়িতে।
গাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান। প্রধান অতিথি আটজন নারীর হাতে খাদ্যদ্রব্য বহনকারী নিরাপদ আটটি ভ্যানগাড়ি তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.