স্টাফ রিপোর্টার বরিশাল : বানারীপাড়ায় এ বি সি ব্রিক ফিল্ডে আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এবিসি ব্রিক ফিল্ডের সম্পত্তির স্বত্বাধিকারী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তার সহধর ভাই মৃত ছালাম গুলুন্দাজ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেন মামলা নং ৪৭/২০২৪ এর পরিপ্রেক্ষিতে আদালত বানারীপাড়া অধীনে জেল ১২ নং কাজলা হার মৌজায় এস এ ৫৬ / ১০০ / ১৪১ / ৪০ / ৪৩ / ১৩৩ / ১৩৭ / ১৩১ / ১৩১ / ১৩৯ / ১৩৮ / ১৪০সহ আরো তফসিল ভুক্ত সম্পত্তির উপরে বিবাদী সাবিনা ইয়াসমিন সহ মামলার ওপর চার বিবাদী কে উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে আদালত বারিদ করে বিবাদীদের বিরোধীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধ করে সকল কার্যক্রম স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ জারি করেন যা তিনি ৩০/১০/২০২৪ তারিখে নিজ হাতেস্বাক্ষর করে গ্রহণ করেন। কিন্তু আজ ৩১/১০/২০২৪ সাবিনা ইয়াসমিন ব্রিক ফিল্ডে গিয়ে কার্যক্রম পরিচালনা করেন এবং ইট বিক্রি করেন এমন অভিযোগের ভিত্তিতে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর লোকজন ব্রিক ফিল্ডে গিয়ে ঘটনা সত্যতা জানতে পেরে তাতে বাঁধা প্রদান করেন এবং উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয় পরবর্তীতে বানারীপাড়া থানার এসআই কমল তার স্বর্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আদালতের আদেশ মান্য করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন যেহেতু এই সম্পত্তির উপর আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন তা সবাইকে মান্য করতে হবে আইন অমান্য করলে আমরা বিধি অনুযায়ী আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ব্যাপারে সাবিনা ইয়াসমিনের কাছে জানতে চেয়ে তার মুঠো ফোনে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন আমরা জানি ব্রিক ফিল্ডের সম্পত্তি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের এবং তিনি তার নিজ সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞ এনেছেন কিন্তু সাবিনা ইয়াসমিন তাতে কোন কর্ণপাত না করে দিনে রাতে এখান থেকে ইট সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত ওই জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আমি আইনের সহযোগিতা নিয়েছি আমি আইনি ভাবেই সমাধান চাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.