ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে আবু তাহের (৫৪) নামে এক দিনমজুরের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গনি ম্যানেজার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এতে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন ঐ দিনমজুর।
ভুক্তভোগী আবু তাহের জানান, তার ছেলের সাথে একই বাড়ির ফরিদা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার ছেলে নবম শ্রেণিতে ও পাশের ঘরের মেয়ে দশম শ্রেণিতে পড়ে, এই অপ্রাপ্ত ছেলে-মেয়ের বিয়ের দাবিতে তারা গতকাল বুধবার আমার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। হঠাৎ করে ফরিদা বেগম তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঐ দিন মজুর। এ ব্যাপারে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, সে তার ছেলের ঝামেলা সমাধান না করে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে চেয়েছেন। তাই ওই ঘরে তালা ঝুলানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.