আজকের ক্রাইম ডেক্স
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং স্বাধীন দেশে বিদেশি শক্তির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাফত আন্দোলন।
বৃহস্পতিবার সকাল সাড়ে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত আন্দোলন, ঢাকা মহানগরের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে ৩০-৩৫ জন অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি মুফতি মুফাসসির হোসেসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের জন্য প্রয়োজনে আমরা জাতিসংঘ বর্জন করবো। ফিলিস্তিনে মানবাধিকার লংঘন হচ্ছে, সেখানে তাদের কোনো ভূমিকা নেই। এদেশে জাতিসংঘের কোনো অফিস স্থাপন করতে দেওয়া হবে না। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতাই যথেষ্ট।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হলে আমরা ছাত্র-জনতা মিলে ফ্যাসিস্ট সরকার পতনের মতোই প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.