সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় জিতেন্দ্রনাথ রায় চক্রবর্তী ওরফে জিতেন(৪০)নামের এক বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত জিতেন বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের চিত্র রঞ্জন চক্রবর্তীর ছেলে।পেশায় তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয়ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল(হিন্দু পাড়া)থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।পুলিশ সুত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই এ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাদিকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।সেই থেকে তিনি পলাতক ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.