মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে গেদে ক্যাম্পে বিজিবি- বিএসএফ'র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের বিএসএফের আহবানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতীয় ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ২ টা হতে বিকাল পৌনে ৩ টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বিজিওএম। অপরদিকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমার। বৈঠকে বিজিবির ১০ জন এবং বিএসএফ'র ১২ জন অংশ নেন।এর আগে বিজিবির সদস্যরা গেদে ক্যাম্পে পৌঁছালে বিএসএফ'র সেক্টর কমান্ডার বিজিবি সেক্টর কমান্ডার কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিএসএফ'র চৌকস দল তাদেরকে গার্ড অব অনার দেয়।
গেদে বিএসএফ ক্যাম্প কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিকতা শুরু হয়।বৈঠকে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত বিষয়ক ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রমে আমাদের বর্ডার গাইড লাইন ১৯৭৫ অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সীমান্তে, মাদক, মানব পাচার রোধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপর থাকতে হবে। যে কোন সমস্যার সমাধানে বিওপি এবং কোম্পানি পর্যায় থেকে শুরু করে উদ্ধর্তন মহল পর্যন্ত আলাপচারিতা এবং সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সমাধান করতে হবে। বিএসএফ কমান্ডার একমত পোষণ করেন। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হলে পরে বিজিবি সদস্যরা নিজ দেশে ফিরে আসেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.