মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামী লীগের বৈঠা, দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত, বিএনপি, ছাত্র শিবির সহ তৌহিদী জনতার ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় দিনাজপুরের ঘোড়াঘাট গাইবান্ধা মোড়ে উপজেলা শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও পৌর শাখার আমীর আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়বে আমীর ড. মুহাদ্দিস এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার নায়েবে আমীর আজিজার রহমান, সেক্রেটারী মো. আল ইমরান, ঘোড়াঘাট পৌর শাখার সেক্রেটারী এবাদুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা ২০০৬ সালে আওয়ামী লীগের বৈঠা, দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত, বিএনপি, ছাত্র শিবির সহ তৌহিদী জনতার ওপর নৃশংস মামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবী জানান। আলোচনা শেষে শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.