মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে কার্যক্রমের প্রস্তুতিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.সালাউদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীবের সঞ্চালনায় ্অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ধ্বীরাজ সরকার,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল আহমেদ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গন ,পরিসংখ্যান বিভাগের সিনিয়র স্টাফ বিমল সরকার ও গ্রাম বিকাশ কেন্দ্র সহকারী কর্মকর্তা (পুষ্টি) ফারুক হোসেন সহ এনজিও প্রতিনিধিগণ ।
অনুষ্ঠানের সঞ্চালক মেডিকেল ্অফিসার ডা: আহসান হাবীব বলেন, ক্যান্সার নামের রোগটি অনেক ক্ষেত্রে মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এক ডোজ এইচপিভি টিকা নারীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। রোগ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ায় উত্তম। তাই নির্দিষ্ট বয়সী কিশোরীদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.