জামাল কাড়াল বরিশাল ব্যুরো।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ১০ টায়। এ ঘটনায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনে এ আগুন লাগে। এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়।বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনে তুলা থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সঙ্গে স্থানীয়রা এবং হাসপাতালে দায়িত্বরত আনসাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।সরেজমিনে দেখা গেছে, আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয়। আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া রয়ে গেছে।ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.