মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উসমান আলী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাতেউপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালীকাদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উসমান আলী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কবলীপাড়া এলাকার মৃত রইচ আলীর ছেলে।
পুলিশ জানায়,বুধবার (৯ অক্টোবর) রাতে শালীকাদহ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে ওসমান আলী নামে এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক সাগর শেখের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পরে তার শরীর তল্লাশী করে পরনের লুঙ্গির কোচ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, গ্রেফতারকৃত ওসমান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.