মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানীর বিভিন্ন কাজের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় মিল কতৃপক্ষ কাউকে অভিযোগ করেনি।পুলিশ জানিয়েছে মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার দুপুর ১ টায় কেরুজ চিনিকলের তৃতীয় তলার প্রশাসনিক ভবনে টেন্ডারের বক্স রাখা ছিল। আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতি বছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন তড়িৎ এসে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।পরে কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ আলী বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা সঠিক ভাবে বলতে পারবোনা।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ শহিদ তিতুমির হোসেন বলেন, কে বা কারা খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখনো কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।তবে অনেকে বলেন সিসি ক্যামেরায় সমস্ত কিছুই আছে।তাহলে কিসের ভয়তে মিল কতৃপক্ষ এড়িয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.