মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতিসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ জানায়, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামী করে একটি মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল (৬৫),, ঘোড়াঘাট পৌরসভার এস.কে বাজার এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হৃদয় (২৭)।ও চকবামুনয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে আবু সাঈদ (৫৫) ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন চলাকালে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা মোড়ে পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭০/৮০ জনের নামে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৭। মামলার তদন্তে অজ্ঞাতনামা আসামীর মধ্যে গেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে দিনাজপুর আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.