জিয়াদুল ইসলাম (লিমন), গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ টু গৌরনদী বরিশাল মহাসড়কে গতকাল ২৮/০৯/২০২৪ ইং দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় বেনাপোল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী সেভেন স্টার পরিবহন দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার দিকে কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে সজোরে চালিয়ে আসা মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালকের নাম ঠিকানা মানিক (২২), পিতা-তোতা মিয়া, গ্রাম-নাগরা, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ বলে জানা যায়। দূর্ঘটনায় মোটর সাইকেল চালকের মোটরসাইকেল টি বাসের নিচে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আশংকাজনক অবস্থায় আরোহীকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেলের চালক। প্রাথমিকভাবে দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়। জানা যায় মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ছিলনা। চালকের পিতা কিছুদিন আগে জমিজমা বিক্রি করে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মোটরসাইকেল টি কিনে দেয়। চালকের বেপরোয়া গতিতে চালানো এবং বাসের নিয়ন্ত্রন সঠিক না থাকায় দূর্ঘটনা টি ঘটে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.