মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
সম্প্রতি বিজেপি নেতার সমর্থনে মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি করার প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসুল্লিরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা পৌরশহরের আজাদমোড়ে বিক্ষোভ মিছিল করে।
মুসল্লিরা পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আজাদমোড় গাইবান্ধা রোডে এক সমাবেশে মিলিত হয়
মিছিল শেষে সাধারণ মুসুল্লির পক্ষ থেকে ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাঘেরহাট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. রবিউল ইসলাম, জমিলাপুর জামে মসজিদের পেশ ইমাম মা. মো. হাবিবুর রহমান ও ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম সফিউল ইসলাম নোমানি।
বক্তব্যরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।
তারা আরও বলেন, ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব নয়। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল যারা পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.