ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে শুক্রবার জুমার নামাজ শেষে তৌহিদী জনতার উদ্যোগে গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণের সমর্থন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্বদেন ইয়াছিন ফেরদৌস ইফতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) সম্পর্কে অশালীন মন্তব্য কোনো ধর্মপ্রাণ মুসলমানই মেনে নিতে পারে না। তারা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বারবার এ ধরনের কটূক্তির ঘটনার নিন্দা জানান। বক্তারা কটূক্তিকারী রামগিরি মহারাজ এবং সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় ইমানদার মুসলমানরা বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন জ্বালাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সবশেষে সকল মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.