ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আন্তঃজেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির শপথ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২৫ শে সেপ্টেম্বর সকালে ঝালকাঠি বাসষ্ট্যান্ডে নিজস্ব কার্যালয় শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। মোঃ টিপু সুলতানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয় ।কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আব্দুর রাজ্জাক রনি, সদস্য মোঃমোস্তফা কামাল, সদস্য মতিউর রহমান ও মানিক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইজাজ আহামেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল রাজ্জাক রনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শ্রমিক আজিজ খলিফা।
অনুষ্ঠানে বাস মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাস মালিক সমিতির আহবায়ক বাচ্চু হাওলাদার। মাইক্রোবাস সমিতির সভাপতি লাবু, সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
নতুন কমিটির আহবায়ক টিপু সুলতান তার বক্তব্যে বলেন আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি শিক্ষার্থীদের জন্য আজকে আমরা গণতান্ত্রিকভাবে শ্রমিক সংগঠন পরিচালিত করবো। আজ শিক্ষার্থীদের জন্য আমরা আমরা গণতন্ত্র পেয়েছি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করেছি তাদের কাছ থেকে আপনারা হাফ ভাড়া নিবেন ।তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আমরা শ্রমিকরা কারো সাথে খারাপ আচরণ করব না। আপনাদের উপর যদি কেহ অন্যায় ভাবে আঘাত করে আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না আমাদের কাছে জানাবেন আমরা ব্যবস্থা নিব। তিনি আরো বলেন ঝালকাঠি বাস টার্মিনালের দুর অবস্থা দূর করার জন্য আমরা পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক সকলের কাছে আবেদন করব। টার্মিনালে চলাচল করা যায় না চারিদিকে কাদাও পানিতে ভরা থাকে । শ্রমিক ভাইরা চলাচল করতে পারে না তাদের খুব কষ্ট হয়।
তারা যদি আমাদের সমস্যার সমাধান না করে তাহলে আমরা গাড়ি বন্ধ করে দিব।
অনুষ্ঠান শেষে নিহত ও অসুস্থ শ্রমিকদের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.