ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও বৈষম্য দূর করতে শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বেসরকারি(স্কুল, মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন করেছেন। এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) মোহাম্মদ কাউছার হামিদ'র মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রনালয় বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ কামরুজ্জামান) ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ, মো. আকছেদ আলী তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একেএম গোলাম মোস্তফা প্রিন্সিপাল নওপাড়া ডি.এস. ফাজিল মাদ্রাসা, মনোজ কান্তি বেপারি প্রধান শিক্ষক সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, আ. বারেক হাওলাদার সাবেক প্রধান শিক্ষক কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয় প্রমুখ।
বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন ও জাতীয় করনের পূর্ব পর্যন্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.