তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়া বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সিপাহীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুরে স্থানীয় এক বিএনপি সমর্থকের খাবার হোটেলে হামলা ও ভাংচুর চালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের সমর্থকেরা। এসময় বিএনপির সমর্থকরা এগিয়ে গেলে ইউপি চেয়ারম্যানের ভাড়াটিয়া বাহিনীর সাথে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৪ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নের আজিজুল (৪৫), সোহরাব আলী (৩৬), আরিফ হোসেন (২৩), হিমেল (৪৯), জাফর আলী (৪৫), আইয়ূব আলী, তিরনইহাট ইউনিয়নের আশিক (২৮), কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার ফরিদুল ইসলাম (৩২)। এছাড়া কয়েকজন সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় ইউপি চেয়ারম্যানের বাড়ির আবসাবপত্র সহ অন্যান্য সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে পুলিশ ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানা গেছে।
পরে খবর পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৫টি রামদা সহ দেশীয় অস্ত্র জব্দ করে ৭ জনকে আটক করে পুলিশ ও বিজিবি।
আটককৃতরা হলেন, তিরনইহাট ইউনিয়নের আহসান হাবিব (৩৫), জিয়ারুল, আনছার আলী, আনিছুর, ইউসুফ পাবেল (২২), বাংলাবান্ধা ইউনিয়নের রুস্তম মাহমুদ (৩৩), আ. রহমান সহ ৭ জনকে ৫টি রামদা সহ আটক করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে ৩ জনের শাররীক অসুস্থতার কারণে হাসপাতালে পাঠানো হয়।
বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ আলী সরকার বলেন, মিলন চেয়ারম্যানের ভাড়াটে লোকজন দুপুরে সিপাই পাড়া বাজারে শোডাউন দিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে তারা আমাদের লোকজনের উপরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, তারা আমার বাড়িতে হামলা করে ভাংচুর ও ঘর থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ লুটপাট করে। তারা আমার ব্যবহৃত গাড়িতে, একটি ট্রাক্টর ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির ফ্রিজ, আলমারি সহ বিভিন্ন মালামাল সব কিছুই পুড়ে গেছে। কোন কিছুই বাঁচাতে পারিনি।
তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, হামলার খবর শুনে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে ছুটে যাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ৭ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় কোন অভিযোগ হলে বা কেউ মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.