ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, আইনজীবী ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেন।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওসার হোসেন, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমীর এড. বিএম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি এড. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক এড. আব্দুল আলিম, পূজা উদযাপন কমিটির জেলা সভাপতি অধ্যাপক ডা: অসীম সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার হালদার, দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউল হাসান পলাশ, প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ কর্মীবৃন্দ। সভার শুরুতে জেলা প্রশাসক নিজের পরিচয় দিয়ে উপস্থিত সকলের পরিচয় গ্রহন করেন।
উল্লেখ্য ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক আশরাফুর রহমান ঝালকাঠি তাঁর কর্মস্থলে যোগদান করেন। তিনি মতবিনিমিয়কালে বলেন, “সকলের সহযোগীতা ও পরামর্শ নিয়ে ঝালকাঠির উন্নয়ন ও আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। তিনি ঝালকাঠি জেলার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। ইকোপার্কের জমি নিয়ে মামলা ও ইকোপার্ক দখলমুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহন করবেন বলে সভায় জানান। এছাড়াও তেলের ডিপো স্থানান্তর, জলাবদ্ধতা, নদী খাল দখলমুক্ত করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন । এসকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.