মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃষ্টির পানিতে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক কলেজ ছাত্র মারা গেছে।এসময় এক পথচারীসহ দু'বন্ধু জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়ার সাইফুল ইসলামের ছেলে এইসএসসি পরীক্ষার্থী বাদশা(২০)ও তার দু'বন্ধু এক মোটরসাইকেলে করে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলো। এসময় জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌছালে আলা নামে এক পথচারীকে ধাক্কা দিলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় ও সবাই মারাত্নকভাবে জখম হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আল ইমরান জুয়েল বাদশাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পথচারী আলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.