ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের পাশা নার্সিং কলেজের সামনে থেকে শনিবার ১৪ ই সেপ্টেম্বর সকালে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূর সহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে রোড মার্চ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ প্রদক্ষিণ করে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে এসে হাসপাতালের নার্সদের সাথে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাশা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বির নেতৃত্বে রোড মার্চ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূর সহ সংশ্লিষ্ট সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি জানান। তারা বলেন, নার্সিং পেশার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য এ ধরনের অসংবেদনশীল মন্তব্যকারীদের প্রশাসনিক পদ থেকে অবিলম্বে অপসারণ করা জরুরি। এছাড়া, বক্তারা নার্সদের পেশাগত মর্যাদা পুনরুদ্ধার এবং প্রশাসনে নার্সিং পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.