মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দশ পকেট ব্রিজের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত নারীর পরিচয় সনাক্ত করতে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত করবেন।চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়।
পরিচয় সনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, চিত্রা এক্সপ্রেস টেনে কেটে অজ্ঞাত এক নারী মারা গেছে। তার বয়স আনুমানিক ৪০ হতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে জানিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.