মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় "বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি" এই স্লোগানকে ধারণ করে জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮ টায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিনের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদরে আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মসলেম উদ্দিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ১নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক, ৫নম্বর ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দীন মন্ডল, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম ৮নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব ও ৯নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান। প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক স্থানে গাছ লাগানোর মাধ্যমে জনসাধারণকে সচেতন করছি। বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে খালি জায়গায়, পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আর সাথে সাথে গণমাধ্যম কর্মী, ছাত্র, প্রশাসন, প্রতিষ্ঠান, আমাদের কর্মীসহ সকলের হাতে গাছের চারা তুলে দিচ্ছি। উল্লেখ জেলা জামায়াতের উদ্যোগে জেলায় ৫০ হাজার বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে পৌর জামায়াত ৩০০টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.