মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণ পুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্ৰামের এক বাগান মালিকের ৩ বিঘা জমির ১২'শ ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে একই গ্রামের কিছু যুবক।ফলে প্রায় ওই মালিকের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল ৯ টার দিকে সশস্ত্র পেঁপে বাগানেন মালিক কৃষক দাউদ মন্ডল বাগানে কাজ করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্ৰামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল, আব্দুল কাদের এবং ওসমান গনির ছেলে ফরহাদ ও রিপনসহ ৭/৮ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় পেঁপে বাগানে ঢুকে মালিক দাউদ মন্ডলের উপস্থিতিতে তার সকল ফলন্ত ৩ বিঘা জমির পেঁপে গাছ কেটে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীদের নিষেধ করার পরেও তারা সম্পূর্ণ জোর করে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আজই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, কারও গাছ, ফষল কেটে ক্ষতি করা মারাত্মক অন্যায়।যাচাই করার জন্য অফিসের এক কর্মকর্তা ঘটনাস্থল থেকে ফিরে রিপোর্ট করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.