মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পিত্তথলি অপারেশনের সময় এক মহিলা রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যাণ্ডবি পাড়ার আব্দুল কুদ্দুসের স্ত্রী হালিমা খাতুন(৫৫) পিত্তথলিতে পাথর অপসারণ কালে মারা যায়। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।এর আগে হালিমা খাতুনের পিত্তথলিতে পাথর অপসারণের জন্য রবিবার সদর হাসপাতালে ভর্তি হন হালিমা খাতুন। সোমবার সকালে পরিক্ষা-নিরিক্ষার পর অপারেশন থিয়েটারে নেয়া হয়। সার্জারী চিকিৎসক হিসেব ছিলেন সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা: এহসানুল হক তন্ময় এবং অ্যানেস্থিশিয়ায় ছিলেন ডা: নুরুন্নাহার খানম।ডা: এহসানুল হক তন্ময় বলেন, শুরু থেকে স্বাভাবিকভাবেই আমাদের কার্যক্রম চলছিল। ঠিক অপারেশনের শেষ মুহুর্তে রোগী হঠাৎ করে স্টোক করে। অনেক চেষ্টা করেও বাচানো সম্ভব হয়নি।তিনি আরও বলেন, আমাদের কোন ক্রটি ছিলনা৷ ঘটনাটি অ্যানেস্থিশিয়ায় সংক্রান্ত। তাই অ্যানেস্থিশিয়া চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন তিনি।অ্যানেস্থিশিয়া চিকিৎসক ডা. নুরুন্নাহার খানম বলেন, স্বাভাবিক ভাবেই অপারেশন চলছিল। রোগীও স্বাভাবিক ছিলেন। শেষ মুহুর্তে হঠাৎ স্টোক করেন। আমরা সদর হাসপাতালের প্রায় চিকিৎসককে দ্রুত ডেকেছিলাম। তবুও বাচানো যায়নি।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, বিষয়টি আমি জেনেছি। আমাদের নিকট কেউ কোন অভিযোগ করেননি।
এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা: সাজ্জাৎ হাসানের সরকারি নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.