মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দূর্নীতিবাজ ক্রীড়া অফিসারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের সামনে জেলা ক্রীড়া অফিসার আমানউল্লাহ বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে খেলোয়াড় রা বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।মানববন্ধনে অংশ নিয়ে খেলোয়াড়রা বলেন, আশপাশের জেলাগুলোতে বছর ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। কিন্তু বর্তমান ক্রীড়া অফিসার আমানউল্লাহ সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাগ্নী জামাই হওয়ার সুবাদে চুয়াডাঙ্গার ক্রীড়া অঙ্গনে কােন ধরনের খেলাধূলার আয়োজন করেননি। ক্রীড়া অধিদপ্তর থেকে বাৎসরিক যে বাজেট জেলা পর্যায়ে দেওয়া হতো তা খেলাধূলার কাজে ব্যয় না করে দূর্নীতির মাধ্যমে পকেট ভারী করেছে। বক্তারা আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, বর্তমান ক্রীড়া অফিসারকে এই সময়ের মধ্যে চুয়াডাঙ্গা থেকে বদলী না করলে তার বিরুদ্ধে কঠোর আন্দালন গড়ে তোলা হবে।পরে ক্রীড়া অফিসারের বদলীর দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাবেক খেলােয়াড় আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক রাফিতুল্লাহ মহলদার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপুল হাসান হ্যাজিসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.