স্টাফ রিপোর্টার বরিশাল, বানারীপাড়ার সদর ইউনিয়নের গাভা গ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় কুয়েত প্রবাসী মাসুম ব্যাপারীর গত 11ই আগস্ট পূর্ব শত্রুতার যের ধরে আব্দুল মন্নানের দুই ছেলে শান ও সঞ্জয় ও তার ভাইয়ের ছেলে কাইয়ুম, সহ বহিরাগত রফিক ও তার ছেলেকে নিয়ে বাড়িতে হামলা করার চেষ্টা চালায় তাৎক্ষণিক স্থানীয়রা সামনে পড়ায় সে যাত্রা তাদের মিশন ব্যর্থ হয়। গতকাল ৩১শে আগস্ট পুনরায় তাদের মিশন সফল করার জন্য রফিক ব্যাপারীর ছেলে মেহেদী ও আব্দুল মালেক ব্যাপারীর স্ত্রী মাসুম বেপারীর বাড়িতে গিয়ে লাকি বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে নবম শ্রেণীর ছাত্রীকে লাঞ্ছিত করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন পরে এলাকার মুরুব্বীরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তারা ওই স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে মাসুমের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেনএদের সাথে আমাদের পূর্বে জমে জমা নিয়ে বিরোধ ছিল। কিন্তু তা এখন সমাধান হয়ে গেছে। কিন্তু আব্দুল মান্নান জেদের বসত তার অবৈধ অর্থ ব্যবহার করে আমাদের বিভিন্নভাবে হ্যারেজ করার চেষ্টা করছে আমার স্বামীবিদেশ অবস্থান করায় আমি আমার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করি আমি আমার জীবনে নিরাপত্তা পাচ্ছিনা। বিষয়টি নিয়ে প্রবাসী মাসুম মুঠোফোনে সাংবাদিকদের জানান আব্দুল মান্নান যে দল ক্ষমতায় আসুক সেই দলের হয়ে যায় কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি তাহার কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে যা আপনার অবগত আছেন এই ভূমধ্যসুদের হাত থেকে আমার পরিবার নিরাপদ নয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.