আজকের ক্রাইম ডেক্স: হাসিনার পতন আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। এসময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় টার্মিনাল এলাকায় যেকোনো নাশকতা রোধে মিছিল করে বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এসময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেখা যায়। মিছিল শেষে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার বলেন, গত ১৫টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে, তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।
তিনি আরও বলেন, আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করবো। স্বৈরাচার বিরোধী আন্দোলন যে সকল ছাত্র ভাইয়েরা আহত হয়েছে তাদেরকে আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদেরকে সেই সুযোগটি করে দেবে।
আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদেরকে তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইতোমধ্যে আমাদের রুটগুলোতে সকল শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.