আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কাশিয়ানি উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকিমুল ইসলামের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তিলছড়া বাজারে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা ঢাল, সরকি, রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টায় তারা সড়ক ছেড়ে যান। তবে এ আন্দোলনে পুলিশের কোনো দেখা মেলেনি।
এ বিষয়ে পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো এবং এর সঠিক বিচার করা হবে। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত আমাদের এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে কাশিয়ানি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আন্দোলনের বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের কাছে কোনো তথ্য নেই।
এর আগে গত বুধবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর সমাধির সামনে দাড়িয়ে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.