মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কমিশনারসহ তার দেহরক্ষীকে বিজিবি আটক করেছে।
বুধবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীগীরের নেতা রজব আলী (৫০) ও তার দেহরক্ষী নাজমুল হোসেন (৩৪) ইমিগ্রেশন দিয়ে
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় তাদেরকে সন্দেহ হলে বিজিবি আটক করে। বিজিবির স্থানীয় জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ মন্ত্রী-এমপি ও প্রশাসনের অনেক শীর্ষ কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পলায়ন রোধে বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত পারাপারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বিজিবি সদর দফতরের একটি সূত্র জানিয়েছে,বিজিবি অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.