মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার একটি বাজার হতে ডিবি পুলিশ ৪ কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে।এসময় স্বর্ণ বহনের দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা দিয়ে স্বর্ণ পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে
পাশ্ববর্তী লোকনাথপুর সড়কে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে মোটরসাইকেলটি অনুসরণ করে।পরে দর্শনা রেলবাজার কাঁচাবাজার পট্টি পৌঁছালে তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল ফেলে দুজন পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)কে আটক করে। পরে ঘটনাস্থলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ উপস্থিত হয়ে সাংবাদিক ও স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাসী করে রেজাউলের কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করে ব্যাগের ভেতর থেকে ৪ কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করে। বিকালে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.