ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামে মঙ্গলবার ৩০শে জুলাই রাত চার টার দিকে আগুন লেগে মৃত বাবুল হাওলাদারের বসত ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়েছে।
মৃত বাবুল হাওলাদারের ছেলে মাহিম বলেন আমার এক আত্মীয় মারা গিয়েছে সেখানে পরিবারের সকলে ঘর বন্ধ করে গিয়েছিলাম।রাত চার টার দিকে কুকুরের ডাক চিৎকারে আমরা বাহিরে চলে আসি তখন দেখতে পাই আমাদের ঘর দাউদাউ করে আগুনে পুড়ে যাচ্ছে।
আমরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি।
আমাদের ঘরে অটো সার্কিট বসানো ছিল।
কি ভাবে কি হয়েছে বলতে পারিনা।
আমরা সব হারিয়ে এখন দিশেহারা ।আগুনে নগদ টাকা সোনা রুপা আসবাবপত্র পুরে ছাই হয়ে গিয়েছে।
আগুনে আমাদের প্রায় ১১/১২লাখ টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার শফিকুল ইসলাম বলেছেন আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই রাস্তা খারাপ থাকার কারনে আমাদের গাড়ি নিয়ে ভিতরে যেতে পারেনি।আমারা হেঁটে ঘটনা স্থানে যাওয়ার আগেই আগুনে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গিয়াছে।
আমাদের ধারণা বৈদ্যুতিক শকসার্কিটে আগুন লেগে থাকতে পারে।
খবর পেয়ে সকালে ঘটনা স্থানে ছুটে যান ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আ:হক তিনি বলেন আগুনে বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তাদের শান্তনা দেওয়া ভাষা আমার নেই। আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে বলেছি ইউনিয়ন পরিষদে আবেদন করতে আমি সরকারিভাবে তাদের আর্থিক সহায়তা করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.