আজকের ক্রাইম ডেক্স: বরিশালে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাতিজার শাবলের আঘাতে চাচা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার চরমেনাই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত আবুল কামাল হোসেন (৫০) চরমেনাই ইউনিয়নে রাজারচর গ্রামের খানবাড়ির বাসিন্দা মৃত মো. হোসেন আলী খাঁ’র ছেলে।
ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল রাঢ়ী জানান, জমি নিয়ে ভাইয়ের সাথে র্দীঘ দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ভাতিজা হৃদয় খান পরিকল্পিত ভাবে শাবল দিয়ে চাচা কামালকে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান কামাল।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবং কি নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.