তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
নীলফামারীর সদর উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ক্কারী আবুল হেসেন (৫০)কে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজার তেঁতুল তলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ রংপুর বিভাগীয় কমিটি এর উদ্যোগে উপজেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক কল্যাণ পরিষদ (মউশিক) তেঁতুলিয়া শাখার সভাপতি মাওলানা বাকি বিল্লাহ'র সভাপতিত্বে মানবন্ধনে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রবিউল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আলী, মাওলানা আবুল বাসার, আলহাজ্ব বিল্লাহ হোসেন প্রমুখ।
গত ১ জুলাই ভোর সাড়ে ৬ টায় অজ্ঞাত দুষ্কৃতিকারী দূর্বত্তের হামলার শিকার হন নীলফামারী জেলার ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবীর উদ্দিনের ছেলে মক্তব শিক্ষক ক্বারী আবুল হোসেন (৫০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই মারা যান। তিনি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক গণশিক্ষা কাযাক্রমের্র দক্ষিণ চওড়া রজন আলী পাড়া জামে মসজিদ, ভোবানন্দ হাট , সদর নীলফামারী মক্তবের শিক্ষকতায় দায়িত্ব পালন করতেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.