শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর বিরামপুরে আমন ধানের ফসল বৃদ্ধিতে দো-গাছি চারা রোপণ আরম্ভ হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরসভার ০৮ নং ওয়ার্ড বিসকিনি মাঠসহ এলাকার সব জায়গাতেই শুরু হয়েছে আমন ধানের চারা রোপণ প্রতিযোগিতা। উল্লেখ্য,এবিষয়ে স্হানীয় কৃষক সূত্রে জানা যায়,বরাবরের মত এই বর্ষাকালে আমন ফসলের চারা তৈরির উপযুক্ত সময়। সেই চারাগুলো ৮-১০ ইঞ্চি হলেই কৃষকেরা সরাসরি বীজতলা থেকে বীজ উত্তোলন করে জমিতে রোপণ করা হত। এমন অবস্থায় ফসলের উৎপাদন কম হয়ে থাকে। গত কয়েক বছর যাবত পূর্বের প্রচলনটি পরিবর্তন করে কৃষকেরা কচি চারা বীজতলা থেকে বীজ উত্তোলন করে পাশের বড় জায়গায় রোপণ শুরু করেন।রোপণকৃত বীজের চারাগুলো হৃষ্টপুষ্ট
স্বাবলম্বী হয়ে ওঠে। আর তখনই কৃষকেরা চারাগুলো উত্তোলন করে ১থেকে ২টি আবার কেউ কেউ ৩টি করে চারা দিয়ে সারিবদ্ধ ভাবে জমিতে রোপণ কাজ সমাপ্ত করেন। এতে করে প্রতিটি চারা শক্তিশালী হয়ে ওঠে ও ফসল বৃদ্ধি পায়। এই জন্য এই সময়ে স্হানীয় অনেক কৃষকেরা দু-গাছি রোপণ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.