বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানিককাঠী এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির প্রথম পর্যায়ের কাজে অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শ্রমিক ছাড়াই কাগজ-কলমে হাজিরা দেখিয়ে আংশিকভাবে কাজ শেষ করেই প্রকল্প কমিটির সভাপতি (ইউপি সদস্য) মোঃ জিয়াদুল হোসেন এসব অপকর্ম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ৪ টি প্রকল্প গ্রহণ করা হয়। ৪ টি প্রকল্পের মধ্যে মানিককাঠী প্রকল্পে মোট ২০ জন শ্রমিক কাজ করার কথা ছিল। প্রতি শ্রমিকের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি পাবে। প্রকল্প এলাকায় শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে। কাগজে-কলমে শতভাগ হাজিরা দেখিয়ে প্রথম পর্যায়ে ২০ দিনের বিল উত্তোলন করেছেন ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন । কিন্তু প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও কোথাও প্রকল্পের কোনো সাইনবোর্ড লক্ষ করা যায়নি।
সরেজমিনে দেখা যায়, রহমতপুর ইউনিয়নের মানিককাঠী এলাকায় স্থানীয় ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন এর নেতৃত্বে আজাহার চেয়ারম্যান এর বাড়ির সামনের রাস্তা হতে সোবহান এর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের কথা থাকলেও তেমন কোনো কাজ করা হয়নি। কিছু অংশে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের বিষয়ে ইউপি সদস্য মোঃ জিয়াদুল হোসেন বলেন, আমার প্রকল্প কোন অনিয়ম হয়নি। তবে কাজ কম হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান অসন্তোষ হয়ে আমাকে ২০ দিনের বিল দিয়েছেন। ভেকু দিয়ে মাঠি কাটার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, প্রকল্প দেখে বিল দেয়া হয়েছে। যে কয়দিন কাজ করেছেন সে কয়দিনের বিল তাকে দেয়া হয়েছে।
এদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.