মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ইটভাটার মধ্যে থেকে মুয়াজ্জিন ও ইটভাটা শ্রমিকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
সোমবার (১ জুলাই) রাত ৯টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের ইটভাটার একটি গর্ত থেকে জালশুকা গ্রামের পাওয়ার হাউজ পাড়ার আইজেল হোসেনের ছেলে শান্ত হোসেনের মরদেহ উদ্ধার হয়।এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও সকালে বাড়ির পাশে হিমালয় অটোব্রিক্স ইটভাটায় সে কাজ করতে যায়। সন্ধার পর ও কাজ শেষে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। পরে রাতে হিমালয় অটোব্রিক্সের ভিতরে একটি গর্তের কাছে শান্তর ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে গর্তে নেমে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবী তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.