মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা হয়ে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সাড়ে ১২ টায় কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হয়ে ছোট দুধপাতিলা গ্রামের রেলগেট অতিক্রম করার সময় দর্শনা থানার ডিহি কৃষ্ণপুর গ্রামের ঝন্টু আলীর ছেলে আলামিন(২৭)
অরক্ষিত রেলগেট দ্রুত পার হওয়ার চেষ্টা করে।এসময় চলন্ত ট্রেনের ধাক্কায় পাশের খাদে ছিটকে পড়ে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দর্শনা রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করে।পরে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.