তথ্যপ্রযুক্তি ডেস্ক
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার ‘ডায়ালিং ফিচার’ আসছে। এরই মধ্যে এই ফিচারের পরীক্ষা শুরু করে দিয়েছে মেটা মালিকানাধীন এই সংস্থা। খুব শিগগির অ্যাপেই পাবেন ফোন নম্বর ডায়াল করার সুবিধা।
ফোনে যেসব কন্ট্যাক্ট সেভ রয়েছে, তাদেরকে ফোন করা বেশ সহজ। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতে চাইলে চট করে করা যায়। কিন্তু যাদের নম্বর সেভ নেই তাদের ফোন করবেন কীভাবে? সেই সমস্যার সমাধান করবে এই ফিচার। অ্যাপেই ভয়েস কলিংয়ের জায়গায় একটি ডায়ালার অপশন যুক্ত হতে চলেছে।
আপনি যাকে ফোন করতে চান, তার নম্বর ডায়াল করলেই হবে। অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না। শুধু মোবাইলে থাকতে হবে ইন্টারনেট কানেকশন।
হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৩.১৭-এ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন তাদের হোয়াটসঅ্যাপে। আশা করা হচ্ছে, নতুন ফিচারেও সুরক্ষার বিষয়টি নজর রাখবে তারা। আর কিছুদিনের মধ্যেই সবার ফোনে ডায়ালার অপশন যুক্ত করতে চলেছে মেটা।
বর্তমানে ফোনের সিম কার্ডে রিচার্জ না থাকলে ফোন করা যায় না। কিন্তু, হোয়াটসঅ্যাপ পুরো বিষয়টি আরো সহজ করে তুলতে চায়। তাই এই রকম ফিচারের উপর কাজ করছে তারা। তবে রিচার্জের ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্র: এই সময়
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.