আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের গৌরনদীতে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া করতে গিয়ে সাইফুল ইসলাম আকন নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে। আটককৃত যুবককে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালে গৌরনদী উপজেলার বাদুরতলা গ্রামের।
স্থানীয়রা জানান, বাদুরতলা গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর সাথে দীর্ঘদিন যাবত পরকিয়া করে আসছিলো একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইফুল। মঙ্গলবার রাতে পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পরে। খবরপেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ সাহাবুদ্দিন জানান, প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষন মামলার আসামী সাইফুলকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.