মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চলন্ত যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অপর বন্ধু মারাত্নক জখম চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে রাজ হোসেন(১৭) ও একই এলাকার আবুল কালামের ছেলে সজিব(১৮ )মোটরসাইল যোগে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিল। পথে বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে ঢাকা গামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাজের মৃত্যু হয়।অপর দিকে সজিব মারাত্মক জখম হয়। পর দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.