জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে। আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাতে হবে, বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। আধুনিক রাষ্ট্রের যোগ্যতম স্মার্ট বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই৷ তিনি বলেন, দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশ সবুজ রাখতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ রোপণ করতে হবে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পরিবেশ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের অগ্রধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি "পরিবেশ ও পর্যটন" বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পুরাতন বাজার এলাকায় মহানন্দা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কলে তিনি এসব কথা বলেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ফাঁকা জায়গা, সড়ক-মহাসড়কে প্রায় ৬ হাজার চারা রোপণ করা হয়। এই মৌসুমে পর্যায়ক্রমে এক লাখ চারা রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, এমপি পত্নী মেজর (অব) কাজী মৌসুমী, ব্র্যাক প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক কেএএম মোর্সেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপকারভোগিদের মাঝে অনুদানের নগদ অর্থ বিতরণ ও নিজ হতে গাছের চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.