মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদা মডেল থানা পুলিশ আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের প্রধানসহ ৭ চোরকে ও চুরি হওয়া মালামাল এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ উদ্ধার করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদার শিবনগর গ্রামের আজগর আলী (৩৪), হুদাপাড়া পাড়ার নায়েব আলী (২৬), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তাজপুর গ্রামের সেলিম (৩৫), কুমারখালী থানার বানিয়াপাড়া বারাদী গ্রামের বাবু (৫৫), কুষ্টিয়া সদরের রঞ্জু আহমেদ (৪২), কুমারখালী থানার বারাদী গ্রামের সোহেল (৩২) ও নাটোর জেলার গুরুদাসপুর থানার শ্যামনগর গ্রামের রফিকুল ইসলাম (৩৭)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, গত ২৮ মে থানায় এক ভুক্তভোগী লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগে জানায় অজ্ঞাতনামা চোরেরা চারুলিয়া গ্রামের দক্ষিণ মাঠে গভীর সেচ প্রকল্পের জমির পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক পিলার থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এছাড়া গত ৬ জুন আরো একজন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আসামিদের গ্রেফতারের নির্দেশ প্রদান করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১২ জুন ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজগর আলী নামে একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি দামুড়হুদার কার্পাসডাঙ্গার মাঠ থেকে গ্রেফতার করা হয় সেলিম, বাবু ও রফিকুল ইসলামকে। সেখান থেকে উদ্ধার করা হয় চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যে কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় রঞ্জু ও সোহেল রানাকে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের তামার কয়েল উদ্ধার করা হয়। পুনরায় দামুড়হুদা থেকে নায়েব আলী নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার আরো জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রান্সফরমারের মধ্যে থাকা তামার তার,কয়েল চুরি করে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। কুষ্টিয়া থেকে পরবর্তীতে ঢাকায় বিক্রয় করে। তামার তার/কয়েল রিফেয়ারিং করে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ফ্যানসহ বিভিন্ন তামার জিনিস তৈরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের মধ্যে (সাইজ অনুযায়ী) প্রায় ১৫লিটার তেল এবং ছয় থেকে সাত কেজি তামার তার থাকে। মামলার ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই অব্যহত আছে। ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.