তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ "মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার" এই শ্লোগানকে সামনে রেখে সরকারি চাকুরিতে সর্বক্ষেত্রে ৩০% কোটা বহালের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর।
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঐতিহাসিক তেঁতুল তলায় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, সন্তান কমান্ডের নির্বাহী সদস্য খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, চাকুরির সকল ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন, মাসিক ভাতা সর্বনিম্ন ৩০/- হাজার টাকা, শতভাগ চিকিৎসার ব্যবস্থা করা, প্রাথমিক হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের ৩০% কোটা সুবিধার দাবী করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (বীর প্রতীক), সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগণ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.