ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের মহিলা কলেজের সামনে মঙ্গলবার বিকেল তিনটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক স্টেশন রোডের ব্যবসায়ী মোস্তফা হোসেন তালুকদারের ছেলে ঝালকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী তারিফ গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ,বেপরোয়া গতির কারণে যুবক দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল সহ দোকানের উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। আমরা উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসা ডাক্তার আমিনুল প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।ছেলেটির মাথায় বিভিন্ন স্থানে ক্ষতোর চিহ্ন রয়েছে
এবং সে বারবার বমি করতে চাচ্ছে। ছেলেটির অবস্থা বেশি ভালো না।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তারিফের মা ভাই বোন সহ আত্মীয়-স্বজন।
ঝালকাঠি সদর হাসপাতালে এম্বুলেন্সে করে দ্রুত বরিশালে নিয়ে যান।
স্বজনরা বলেন বড় ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় খেতে এসেছে সেই ফাকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়েছিল। এরপর আমরা শুনতে পেয়েছি সে দুর্ঘটনার শিকার হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.