১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিজ্ঞপ্তিতে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, উঠেছে ড. ইউনূসের নামও স্বপ্ন পূরন সমিতির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বানারীপাড়ায় সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আঃ রহমানের ইন্তেকাল দর্শনার মাঠ থেকে মরদেহ উদ্ধার দর্শনা রেলবন্দরে ঢুকলো ভারতীয় চালানের ২৪৫০ মেট্রিক টন চাল ঝালকাঠিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ নীলফামারীর ডিমলায় খোলা বাজারে ওএমএস কার্যক্রমের চাল বিক্রি উদ্বোধন দর্শনায় জামায়াত সমর্থিত রিক্সা -ভ্যান শ্রমিক কমিটি গঠন চলমান শীত মৌসুমে দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ
৯ জুন আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

৯ জুন আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বি এম মনির হোসেনঃ-

৯ জুন রবিবার ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ঘূর্ণিঝড় রেমালের কারণে পূর্ব নির্ধারিত ২৯জুলাই ভোট গ্রহণ স্থগিত করে ৯জুন রবিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান- সুষ্ঠ ভোট গ্রহন করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৩৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫শ ৫৮জন এবং মহিলা ভোটার ৬৬ হাজার ৪শ ৭৫জন। মোট ৬০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ভোট গ্রহন করা হবে। উপজেলায় মোট ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রর সংখ্যা ৩৮টি।উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, নির্বাচনে যে কোন প্রতিবন্ধকতায় অভিযুক্তকে তাৎক্ষনিক শাস্তির আওতায় আনতে ১০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও এলাকায় আইন শৃংখলা বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, এক প্লাটুন ব্যাটালিয়ান আনসার দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ৮জন পুলিশ সদস্য, ১৩জন আনসার ভিডিপি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশের ২০টি মোবাইল টিম সড়কে টহল দিয়ে আইন শৃংখলা বজায় রাখবে। জরুরী মোকাবেলায় পুলিশ সদস্যদের ৪টি স্ট্রাইকিং ফোর্স রেডি রাখা হয়েছে। এাড়াও সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের নজরদারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই র‌্যাব ও বিজিবি সদস্যরা গাড়িতে করে বিভিন্ন সড়কে টহল দেয়া শুরু করেছে। শনিবার সকাল থেকে প্রিসাইডিং অফিসারদের তত্বাবধানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনী সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটের ব্যালট পাটানো হবে ৯জুন রবিবার ভোরে।আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), মোঃ জসীম উদ্দিন সরদার (মাইক), মোঃ সবুজ আকন (টিউবওয়েল), সাহাবুদ্দিন মোল্লা (তালা) ও সঞ্জয় বাড়ৈ (চশমা)। নারী ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায় (প্রজাপতি), হাফিজা ইয়াসমিন (ফুটবল), পবিত্র রানী রায় (কলস) ও মনিকা সরকার (হাঁস)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019