১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা নারীসহ আহত তিন ও নগদ টাকা এবং স্বর্ণ লুটের অভিযোগ

সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা নারীসহ আহত তিন ও নগদ টাকা এবং স্বর্ণ লুটের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা নারীসহ ৩ জন আহত হয়েছেন এবং বাড়ী ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে।

শনিবার সকলে সাতগিরি গ্রামের শীল পাড়ায় বাবলু চন্দ্র শীলের বসতবাড়ীতে এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, একই গ্রামের সন্তোষ চন্দ্র শীল, চঞ্চল চন্দ্র শীল ও বাবলু চন্দ্র শীলের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে সকালে বাবলু চন্দ্র শীল এর বসতবাড়িতে পরিকল্পিতভাবে হামলা করে এতে বাবলু চন্দ্র শীল ও তার স্ত্রী, সন্তান নয়ন চন্দ্র শীল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। এ বিষয়ে বাবলু চন্দ্র শীল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে বাবলু চন্দ্র শীল জানান, সন্তোষ চন্দ্র শীল চঞ্চল চন্দ্র শীল ও তার সন্তানেরা পূর্ব পরিকল্পিতভাবে আমার বসতবাড়িতে হামলা করে। এতে আমিও আমার স্ত্রী সন্তান আহত হলে সেই সময় আমার ঘরে ঢুকে ঘরে থাকা আমার কন্যার বিবাহর জন্য নগদ অর্থ ও স্বর্ণ অহংকার বের করে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওসি তদন্ত মিলন চ্যাটার্জী জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019