শহীদুলইসলামশহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র প্রবীণ পত্রিকা এজেন্ট ও ইত্যাদি পত্রিকা বিতানের স্বত্বাধিকারি আব্দুর রহমান । অসুস্থ জনিত কারনে সোমবার পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের নিজ বাসাতে ইন্তেকাল করেন তিনি ( ইন্না লিল্লাহে.............রাজেউন) । বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই উপজেলায় পত্রিকার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলার কেন্দ্রীয় বাহিরগোলা জামে মসজিদে বিনাশ্রমে মোয়াজিনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, ভোরের কাগজ সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পত্রিকার এজেন্ট ছিলেন তিনি। বিগত ৮০ দশকে তিনি ট্রেন যোগে ঢাকা হতে পত্রিকা নিয়ে এসে বিক্রি করতেন। উপজেলার সকল কর্মরত গণমাধ্যম কর্মীর শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তিনি। তারই মাধ্যমে সকল পত্রিকার আগমন ঘটত উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৫ কন্যাসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন। সোমবার দিবাগত রাত ৯টার সময় বাহিরগোলা ঈদগা মাঠে নামাযে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিঞা ও সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে এই উপজেলায় পত্রিকা জগতের অপুরুনীয় ক্ষতি হল। বর্তমানে তার দুই ছেলে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়া পত্রিকা বিক্রেতার কাজ করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.